ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দালালি করে রোগী বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে দালাল চক্রের ৬ নারী সদস্যকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মিশকাতুল জান্নাত রাবেয়া ৬ জন নারীর প্রত্যেককে ৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্টি গ্রামের তাসলিমা বেগম (৩০) ও মুন্নি আক্তার (২৫), ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের কোহিনূর বেগম (৩০), মানিকদহ ইউনিয়নের জাহানপুর গ্রামের ফাহিমা আক্তার (৩৫), ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার নাজমা আক্তার (৩৮) ও হাসামদিয়া মহল্লার পারভীন আক্তার (৩৫)।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের প্রতারণার মাধ্যমে বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া ও সরকারি কাজে বাঁধা দেওয়ার কারনে অভিযোগে অভিযান চালিয়ে ৬ নারীকে আটক করে দণ্ডবিধির ১৮৮ ধারায় প্রত্যেককে ৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা ৬ নারীকে সোমবার দুপুরে ফরিদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম