সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু ইন্তেকাল করেছের। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার ভোররাত তিনটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, প্রায় দুই মাস আগে মির্জা বাবু ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সকল স্তরে শোকের ছায়া নেমে এসেছে।
মির্জা বাবুর মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোক জ্ঞাপন করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। রবিবার রাত ১০টায় শহরের ইসলামিয়া কলেজে জানাযা শেষে মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ