ঝালকাঠি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়া, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইকরাম পিরু, ফেরদৌস হোসেন টিটু, সনাকের সাবেক সভাপতি কামরুন্নেছা আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আক্কাস সিকদার।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/আশিক