মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার গভীর রাতে সাবরাং ইউনিয়নের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বিজিবি অধিনায়ক বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তলা ফেটে ডুবে যাওয়া নৌকার খোঁজে উদ্ধার অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম