ভোলার চরফ্যাশন উপজেলার তেতুলিয়া নদীতে বালুবোঝাই বাল্কহেডের ট্রলারের ধাক্কায় নজরুল ইসলাম (৪৫) নামের এক জেলে দুই দিন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম চেষ্টা অব্যাহত আছে। শুক্রবার বিকালে চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের তেতুলিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো : আসাদুজ্জামান এবং স্থানীয়রা জানান, নজরুল ইসলাম নামের ওই জেলে চরমানিকা এলাকার তেতুলিয়া নদীতে শুক্রবার দুপুরে মাছ ধারছিলেন। জাল ফেলে তিনি নৌকায় ঘুমিয়ে ছিলেন। এসময় একটি বাল্কহেড এসে মাছধরা নৌকাটিকে ধাক্কা দেয়। এতে মাছধরা নৌকাটি ডুবে গিয়ে জেলে নজরুল ইসলাম নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজা খুজির পরও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে আজ শুক্রবার বিকালে উদ্ধার অভিযানে নামে। পরে কোস্টগার্ড এবং ডুবুরি দল এতে অংশ নেয়। পরে শনিবারও উদ্ধার অভিযান চালানো হয়। সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম