নিরাপদ পানির নিশ্চয়তা প্রদান, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পানি দূষণ কমানোর উপরে গুরুত্বারোপ করে রংপুরে বিশ্ব পানি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশে পানি ও টেকসই উন্নয়ন অঙ্গাঙ্গীভাবে জড়িত। পানি ছাড়া আমাদের জীবন অচল। তেমনি আমাদের জীবন-জীবিকার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত জলবায়ু ও প্রকৃতির স্বাভাবিক প্রবাহের জন্য প্রয়োজন পানি। নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলকে কাজ করতে হবে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ আলোচনা সভায় সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ