কক্সবাজারের কুতুবদিয়ায় বিএসটিআই’র অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন বড়ঘোপে ২টি জ্বালানি তেলের দোকান ও একটি বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, বৃহস্পতিবার কক্সবাজার বিএসটিআই এর ইন্সপেক্টর রঞ্জিত কুমার মল্লিক, কুতুবদিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, এসআই মোজাম্মেল হক, নৌবাহিনীসহ বড়ঘোপে ভ্রাম্যমান আদালতন পরিচালনা করেন।
এ সময় ওজনে কম থাকায় কলেজ গেইটে জ্বালানী তেল ব্যবসায়ী সেলিম স্টোরকে ১০ হাজার টাকা, উপজেলা গেইটে কাশেম স্টোরকে ১৫ হাজার টাকা ও হাসপাতাল গেইটে ঢাকা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ