দরিদ্র জনগোষ্ঠির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি সদর সেনা জোনের ৬০ ইবি। গতকাল বুধবার সকাল ১০টায় রাঙামাটি সদর সেনা জোনের মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে প্রায় ২০০ পরিবারকে আনুষ্ঠানিকভাবে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী।
ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ছোলা ১ কেজি, বারমিচলি সেমাই ১ কেজি, লাচ্ছা সেমাই ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম, স্টিক নুডলস ১ প্যাকেট, মুড়ি ৫০০ গ্রাম, চিনি ১ কেজি।
রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী বলেন, পার্বত্যাঞ্চলের আইনশৃঙ্খরা রক্ষা করার পাশাপাশি সেনাবাহিনী সামাজিক কাজ করে যাচ্ছে। দেশে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সেনাবাহিনী দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের সহায়তা দিয়ে আসছে। এছাড়াও নিজ উদ্যোগে অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর এমন সহায়তা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ