বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি ইশরাত ফারজানার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার,জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।
এসময় বক্তরা বলেন, স্কাউটস সব সময় সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করবো আমাদের এই জেলাকে আরো সুন্দর করে সাজাতে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াবে স্কাউটস’এর সকলে।
আলোচনা শেষে নতুন করে জেলা স্কাউটস এর ১০ জন সহকারী কমিশনার, জেলা স্কাউট লিডার ১ জন, জেলা কাব স্কাউট লিডার ১ জন ও ৪ জন সহযোজিত সদস্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।