বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকায় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার রাতে পরশুরাম উপজেলার বাউরপাথর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম NWOSU LZUCHUKWU CALLISTUS, পিতা- BERNARD NWOSU।
জানা যায়, অজ্ঞাতনামীয় কিছু বাংলাদেশি নাগরিকের সহায়তা নিয়ে উক্ত সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত গমনের উদ্দেশ্য তিনি এই সীমান্তে আসনি।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিককে আটক করে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন