নিষিদ্ধ সংগঠনের নেতা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে বুধবার রাতে রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আশিক হত্যা মামলা, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে, বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "কুড়িগ্রাম থানার একাধিক মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেনকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।"
এদিকে, কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলার রমনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফয়জার রহমানকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৫০ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
ওই মামলার ভিত্তিতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফয়জার রহমানকে গ্রেফতার করা হয়। চিলমারী থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আশিক