ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি সব সময় মানবতার কথা বলে। সম্প্রীতির কথা বলে, শান্তির কথা বলে। এ ধরনের বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিএনপির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
ভোলার দৌলতখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দেওয়ার সময় এ কথা বলেন তিনি। বুধবার (২০ মার্চ) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বেড়িবাঁধ ওপরে অগুন লেগে ক্ষতিগ্রস্ত দুইটি মুদি দোকান পরিদর্শন শেষে এসব নগদ অর্থ বিতরণ করেন সাবেক এই সংসদ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল মাস্টার, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন মেম্বার, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির প্রমুখ ।
বিডি প্রতিদিন/মুসা