কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ বুধবার শহরের বড় বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি শামছুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রমজান আলী বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনের যাতাকলে নিষ্পেষিত ছিল জামায়াত। এরপরও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছে দলটি।
তিনি আরও বলেন, বিগত সরকারে এবং সংসদে জামায়াতের যে সকল মন্ত্রী-এমপি এমনকি উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দলের যারা দায়িত্ব পালন করেছেন, তাদের কারো বিরুদ্ধেই দুর্নীতির কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, সদর উপজেলা শাখার আমীর ক্বারী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের মিডিয়া কমিটির সদস্য মাহফুজুল হক মাসুম।
বিডি প্রতিদিন/জামশেদ