ফরিদপুরের সদরপুরে অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙ্গনে জনভোগান্তি নিরসন ও বালু উত্তোলনের সিন্ডিকেট ভেঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি তুলে বলেন, বালুবাহী ট্রাকের চাপায় মৃত্যুর ঘটনার দায়ভার সদরপুর থানার ওসিকে নিতে হবে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার উপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে। নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা চালু করতে হবে এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দিতে হবে। এসব দাবি না মানা হলে অচিরেই বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনের কঠোর প্রয়োগ করতে হবে।
এছাড়া বক্তারা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করতে পারলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) ও সদরপুর থানার ওসির অপসারণ দাবি করেন।
বিডি প্রতিদিন/জামশেদ