এক দফার আন্দোলনে গত ৪ আগস্ট নড়াইলের চিত্রাসেতু এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করে শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার রাকিবুল ইসলাম রকি (২৮)। এ হামলার ছবি ও ভিডিও ফেসবুকসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার ভওয়াখালীর নিজ বাড়ি থেকে গ্রেফতার হন তিনি। রকি এ এলাকার বাসিন্দা মিকাইলের ছেলে।
গ্রেফতারের পরদিন আসামিকে আদালতে উপস্থিত করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। তবে আজ বুধবার (১৯ মার্চ) রকির জামিন আবেদনের ওপর শুনানি শেষ তার জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন নড়াইল জেলা ও দায়রা জজ নিগার সুলতানা।
এদিন আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হক।
শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্বদানের ছবি ও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও রকির জামিন মেলায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এর ফলে নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়েও কারাগারে যাওয়ার ৩৭ দিনের মাথায় জামিন মিললো তার।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, আমরা আজ আসামি রকির জামিনের বিরোধিতা করি। তবে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট নড়াইলের চিত্রাসেতু এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আন্দোলন করছিল ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা নানা ধরনের দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত ও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/আরাফাত