দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন ভোটারদের আনুষ্ঠানিকভাবে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়েছে। বুধবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গণে জেলা নির্বাচন অফিসারের নির্দেশনাক্রমে রেজিস্ট্রেশনকৃত চূড়ান্ত নতুন ভোটারদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করেন দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।
নতুন ভোটারদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সুপারভাইজার জানান, জেলা নির্বাচন অফিসারের নির্দেশনাক্রমে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমিসহ চারজন তথ্য সংগ্রহকারী ৭ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করি। তারই ধারাবাহিকতায় ১৯ মার্চ এই স্কুলে চূড়ান্ত রেজিস্ট্রেশন ও ছবি তোলার মধ্যে দিয়ে নতুন ভোটার হিসেবে তাদের গণ্য করা হলো।
এ ছাড়া তথ্য সংগ্রহের সময় যারা বাইরে ছিলেন তারাও প্রয়োজনীয় কাগজপত্র এনে নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে ইতিমধ্যে ৫০০ নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। নতুন ভোটারদের শনাক্ত বা যাচাই করতে জেলা নির্বাচন অফিসারের নির্দেশ অনুযায়ী সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা বলেন, ৭ নম্বর ওয়ার্ডের নতুন ভোটারদের ফুল দিয়ে বরণ করছি। আমার বিশ্বাস নতুন প্রজন্মের এই ভোটাররা গণতন্ত্র চর্চা ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবে।
বিডি প্রতিদিন/এমআই