ঝিনাইদহে আব্দুল লতিফ (৭৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকার সোনাদহ বিল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল লতিফ গোয়ালপাড়া গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরের দিকে আব্দুল লতিফ বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যান। মাছ ধরে সকালে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে স্বজনরা বিলের মাঠে গিয়ে তার মৃতদেহ দেখতে পান। এতথ্য নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, নিহত ওই ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল