গাইবান্ধার সাদুল্লাপুরে গাছ থেকে খাইরুল ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলা সদরের বড়বাড়ি এলাকায় একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খাইরুল ওই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ও একই এলাকার নজরুল ইসলামের মেয়ে জামাই।
পুলিশ ও স্বজনরা জানান, চার বছর আগে খাইরুল ইসলাম বিয়ে করেন। তারপর থেকেই শ্বশুর বাড়িতে থাকতেন খাইরুল। এরই একপর্যায়ে রবিবার (১৬ মার্চ) রাতে হঠাৎ খাইরুলকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি স্বজনরা। পরে সোমবার ভোরে বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে খাইরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খায়রুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ