ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে নাচনমহল ইউনিয়নে লাল মুদ্দি ফকিরের বাড়ির সামনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় দেখতে শত শত মানুষ ভিড় করেন। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। তবে সবার দৃষ্টি ছিল ঘোড় দৌড় প্রতিযোগিতার দিকে।
জানা যায়, প্রতিযোগিতায় ৬ টি ঘৌড়া এক সাথে দৌড় দেয়। নারী-পুরুষ-বৃদ্ধা সব বয়সের মানুষের মিলন মেলা জমে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মূলত হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড় দৌড় প্রতিযোগিতা ধরে রাখতে এবং সকল শ্রেণির মানুষকে বিনোদন দেওয়ার জন্য এ আয়োজন বলে জানান আয়োজক লাল মুদ্দি ফকির। এদিন সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কার প্রদান করা হয়।
এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নলছিটি উপজেলা ভবানীপুরের আনোয়ার হোসেন হাওলাদার। দ্বিতীয় হয়েছেন কসমকাঠীর আজিজ শিকদার।
বিডি প্রতিদিন/জামশেদ