নেত্রকোনা জেলার হাওর উপজেলা খালিয়াজুরীতে এক স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানি ঘটনায় পুলিশের হাতে আটক হওয়া দুই বখাটেকে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, খালিয়াজুরী সদরের কুঁড়িহাটি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে মো. মিজান মিয়া (৩০), ও লক্ষীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে নাজমুল (২৮)। এর আগে মঙ্গলবার শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদেরকে আটক করে।
এ তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ঘটনার পর মীমাংসার পায়তারা হচ্ছিল। কিন্তু আমরা আসামি আটক করে কোর্টে পাঠিয়ে দিয়েছি। যা করার আদালত করবে। এসব ঘটনায় ছাড় নয় বললেন ওসি।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, খালিয়াজুরীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী গত ৮ মার্চ সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে খালিয়াজুরী সদরে যাচ্ছিল। একই অটোরিকশায় থাকা দুই বখাটে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করতে থাকে। তারা চলতি অটোতে শিক্ষার্থীকে স্পর্শকাতর স্থানে একাধিকবার স্পর্শ করে। পরে ওই শিক্ষার্থী কোন উপায় না দেখে চলতি অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে গেলে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু তাৎক্ষণিক অটো চালক বা বখাটেদেরকে আটক করতে পারেনি। এই ঘটনায় শিক্ষার্থীর বাবা ১১ মার্চ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দুই বখাটেকে আটক করে।
ওসি মো. মকবুল হোসেন আরও বলেন, অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১০ ধারায় মামলা নিয়ে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ