আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নবাগত জেলা সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমি জানান, আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ১৫ মার্চ জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া সহ নয়টি উপজেলার একযোগে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এ উপলক্ষে ২২৮৭ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবকগণ একযোগে কাজ করবে এবং সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে কেন্দ্রগুলো পরিদর্শন করা হবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসিয়াল মেডিকেল অফিসার ডাক্তার জান্নাতুল নাঈম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফ উদ্দিন মাহমুদ চৌধুরী, সাংবাদিক লিয়াকত আলী খান, মনিরুজ্জামান চৌধুরী, শাহ ইমরান সুজন, মাসুদ পারভেজ, আকবর হোসেন সোহাগ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সিভিল সার্জন জানান, কোথাও কোন ধরনের অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ