নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই ইটভাটায় অভিযান চালানো হয়।
এদিকে, ইটভাটায় অভিযানের খবর ছড়িয়ে পড়লে অন্য ইটভাটার মালিক ও শ্রমিকরা অভিযান বন্ধের দাবিতে লালপুর-বাঘা সড়কের রামকৃষ্ণপুর মোড়ে সড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অভিযান স্থগিতের কথা শুনতে পেয়ে অবরোধ তুলে নেন ইটভাটার শ্রমিকরা।
এ বিষয়ে নাটোরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, জনবল সংকটের কারণে অভিযান স্থগিত করা হয়েছে। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল