কুতুবদিয়ায় ১৫টি মোটরসাইকেল চালককে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আজম সড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও কুতুবদিয়া থানার পুলিশের একটি দল সহযোগিতা করেন।
এব্যাপারে উপজেলা (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতে ৫টি মোটরসাইকেল চালকের কাছ থেকে ১ হাজার ৮শ টাকা জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়াও বাজার মনিটরিং করা হচ্ছে। যারা দাম বৃদ্ধি করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল