দীর্ঘ দশ বছর পর আটপাড়ার একটি ইভটিজিংয়ের মামলার রায়ে বখাটেকে তিন বছরের জেল দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত নেত্রকোনা। দণ্ডপ্রাপ্ত আসামি ওয়াসিম আটপাড়া উপজেলার ভিক্ষু মিয়ার ছেলে। জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৪ সনের ৯ আগস্ট নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় ভিক্টিম ওয়াসিম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। উত্যক্তসহ শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। ৫ জন স্বাক্ষীর মধ্যে ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এ রায় দেন। পলাতক ওয়াসিমকে ৩ বছরের সাজা তৎসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়েছে। তবে আসামি ওয়াসিম আটক হলেও জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।
রাষ্ট্র পক্ষের আইজীবী (পিপি) মো. নুরুল কবীর রুবেল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সারাদেশে নারী ও শিশুদের উপর কেউ যেন কোনো ধরনের নির্যাতন বা হয়রানি করতে না পারে সেজন্য আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনতে সর্বোচ্চ সহায়তা করব। নারীদের প্রতি কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ