জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী তাকওয়াবান সমাজ প্রতিষ্ঠা করতে চায়। তাকওয়াবান ব্যক্তি মানুষকে কখনো ঠকায় না।
গতকাল সোমবার (১০ মার্চ) কুতুবদিয়া কৈয়ারবিল ৬ নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওয়ার্ড সভাপতি রায়হান সোবহান ইমন এর সঞ্চালনা ও সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ওছমান গণি, ডা: মোহাম্মদ ইলিয়াছ, কৈয়ারবিল ইউনিয়ন যুব বিভাগের আলমগীর, আবু তালিব প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাস্টার জামাল উদ্দিন। পরে প্রধান অতিথি একটি ইসলামী পাঠাগার উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এএ