ময়মনসিংহের ভালুকায় ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধের ঘটনায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩০-৩৫ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। একপর্যায়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এবং কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার কথা জানান। তবে শ্রমিকরা মহাসড়ক না ছাড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ ও ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ, এএসপিসহ আরও ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, কারখানার শ্রমিকরা ছয় দফা দাবি নিয়ে মহাসড়কে নেমেছিল। কারখানা কর্তৃপক্ষ পাঁচ দফা দাবি মেনে নেয়। কিন্তু শ্রমিকরা মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানায় এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষের পর শ্রমিকরা ছত্রভঙ্গ হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই