ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী এলাকায় ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ড. আবুল কাশেম। তিনি বলেন, 'এ দেশে আমরা আর নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা দেখতে চাই না। ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং বিচার দ্রুত কার্যকর করতে হবে।'
এ সময় অন্যান্য বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইকবাল ঢালী, জিহাদুর রহমান, আমিনুল ইসলাম অভি, নেহাল আহম্মেদ, হাসান মাহমুদ, রাকিব মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
বিডি প্রতিদিন/মুসা