দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বরিশাল জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল ও সচেতন মহল পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ফ্লোরে শিক্ষক-শিক্ষার্থীর আয়োজনে এ সমাবেশ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এদিকে, বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। একই সময় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম।
পৃথক মানববন্ধন ও সমাবেশে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি করে মব জাস্টিস নামে চলমান অস্থিতিশীল পরিবেশ রোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ