দেশব্যাপী নারীর ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক অয়ন খান উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, সারা দেশে নারী সহিংসতা বেড়েছে। দেশকে রক্ষা করতে নির্বাচিত সরকার দরকার। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা