পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জাল টাকা সরবরাহ চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশংকা করছেন এলাকার মানুষ। প্রতি বছর রমজান মাসের এক সপ্তাহ অতিবাহিত হওয়ার সাথে সাথে ব্যবসায়ীদের বেচা-কেনায় কিছুটা ব্যস্ততা বেড়ে যায়।
এ সুযোগে জাল টাকা চক্রের সদস্যরা কেনাকাটার ছলে ভালো টাকার সাথে জাল টাকা চালানোর চেষ্টা অব্যাহত রাখে। তবে এ চক্রের সদস্যরা উপজেলার বড় মার্কেট হিসেবে খ্যাত মৎস্যবন্দর মহিপুর-আলীপুর এবং বালিয়াতলী-বানাতি, বাবলাতলা বাজারকে প্রধান টার্গেট হিসেবে নেয় বলে ধারনা করছে এলাকাবাসী।
এসব মার্কেটে লোক সমাগম বেশী এবং ক্রেতাদের আনাগোনাও অন্যান্য মার্কেটের তুলনায় বেশী বলে এ এলাকায় জাল টাকার লেনদেন বেশী হচ্ছে বলে ভুক্তভোগীদের ধারনা।
ব্যবসায়ী মো. হুমায়ুন কবির জানান, অনেক ক্রেতা মালামাল কিনতে এসে জাল টাকা দিয়েছে। যদিও তাৎক্ষণিক সনাক্ত করা না গেলে ব্যাংকে লেনদেন করতে গিয়ে ধরা পড়েছে। এ টাকা তিনি তাৎক্ষণিক পুড়িয়ে ফেলেছেন। এ ধরনের প্রতারকরা বিভিন্ন ধর্মীয় উৎসবে সক্রিয় থাকে।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, জাল টাকা চক্রের সদস্যদের আটক করতে পুলিশের মোবাইল টিম কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল