কুতুবদিয়ার ধূরুং বাজারে গরুর মাংস ও তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় গরুর মাংস ওজনে ২০ গ্রাম কম দেওয়ায় নুরুল আলমকে ২ হাজার টাকা ও তার পার্শ্ববর্তী আরেক ব্যবসায়ী ওজনে ১০ গ্রাম কম দেওয়ায় ১ হাজার টাকা এবং অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তরমুজ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক হাসমত এর নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, রমজানের বাজার নিয়ন্ত্রণে পুরো রমজান মাসজুড়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ