নেত্রকোনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ষণের অপরাধে ফাঁসির দাবি তোলা হয়। এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে মূল ফটক পর্যন্ত প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে র্যালি শেষে আলোচনায় ডিসির সভাপতিত্বে বক্তব্য রাখেন, এডিসি মো. রাফিকুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আফরিন সুলতানা, সদর ইউএনও আসমা বিনতে রফিক, কোর্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন শেখ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুর রৌফ সরকার, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, ব্রাকের ম্যানেজার প্রবাল সাহা, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের এস এম সেলিম মিয়াসহ বিভিন্ন সামজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আলোচনা সভায় বক্তারা মাগুরার শিশু ধর্ষণের ঘটনাসহ সার্বিক নারী নির্যাতনের চিত্র নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা ধর্ষণ বন্ধে আইনকে সংস্কারের মাধ্যমে দ্রুত সময়ে ফাঁসির রায় কার্যকরের দাবি তোলেন।
বক্তারা বলেন, রাষ্ট্র কেন এই ধরনের জঘন্য অপরাধীর ফাঁসির ব্যবস্থা করবে না? রাষ্ট্রকে এই ব্যবস্থা অনতিবিলম্বে কার্যকর করে সকল ধর্ষণ ঘটনার শাস্তি সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী-পুরুষ উভয়কেই সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ