মোটরসাইকেল যোগে গরুর হাটে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মো. আজাহার আলী নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন মো. রেজাউল ইসলাম এবং মো. মোফেল ইসলাম নামে অপর দুই গরু ব্যবসায়ী।
আজ শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
নিহত মো. আজাহার আলী (৬৫) বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে।
আহত মো. রেজাউল ইসলাম (৪০) একই এলাকার বলদিয়া পাড়ার বাসিন্দা মৃত আশরাব আলীর ছেলে এবং মো. মোফেল ইসলাম (৫০) একই এলাকার প্রসাদ পাড়া গ্রামের মৃত তপুর ছেলে। আহত ও নিহতরা সবাই পেশায় গরু ব্যবসায়ী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ব্যবসার কাজে মো. আজাহার আলী, মো. রেজাউল ইসলাম ও মো. মোফেল ইসলাম একটি মোটরসাইকেল যোগে নিজবাড়ী থেকে জেলার কাহারোল উপজেলার কাহারোল গরুর হাটে যাচ্ছিলেন। পথে সকাল ১০টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করার সময় ধাক্কা লেগে পাকা রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. আজাহার আলী মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেজাউল ইসলাম ও মো. মোফেল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/জামশেদ