ভালুকা পৌর এলাকার ফুট ওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। দীর্ঘদিন ধরে ফুট ওভার ব্রিজের ওপর দোকান, ভিক্ষাবৃত্তি ও মসজিদের চাঁদা সংগ্রহের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। একই সঙ্গে পৌরসভার নির্মিত ফুটপাত বিভিন্ন দোকানের দখলে চলে যাওয়ায় জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছায়।
শনিবার সরেজমিন পরিদর্শনকালে ইউএনও দখলদারদের এক দিনের সময় দেন স্বেচ্ছায় অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল যদি কোনো অবৈধ দোকান বা স্থাপনা পাওয়া যায়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযানের খবরে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ফুটওভার ব্রিজটি পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা হলেও দখলদারদের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে পারাপার হচ্ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি বাড়ানো হবে যাতে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল