রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীনের ১৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাঙামাটি বনরূপা কবরস্থানে জামাল উদ্দীনের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাঙামাটি বিভিন্ন এতিমখানায় দোয়া ও মিলাদ খাবারের আয়োজন করে তার পরিবার।
২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটির তরুণ সাংবাদিক মো. জামাল উদ্দীনকে অপহরণের পর হত্যা করে জঙ্গলে ফেলে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। তার একদিন পর অর্থাৎ ৭ মার্চ, রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের বিপরীতে হেডম্যান পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত ও পুলিশের সুরতহালেও জামালকে আঘাতে আঘাতে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেওয়া হয়। তবে অদৃশ্য কারণে তার হত্যাকারীকে এখনো পুলিশ আইনের আওতায় আনতে পারেনি।
এব্যাপারে সাংবাদিক মো. জামালের ছোট বোন ফাতেমা জান্নাত মুমু বলেন, "দীর্ঘ ১৭ বছর পূর্ণ হলো কিন্তু আমি আমার ভাই সাংবাদিক জামাল হত্যার বিচার পাইনি। ধরা পড়েনি কোনো খুনি। এখনো অন্ধকারে সাংবাদিক জামাল হত্যা মামলা। আমার ভাই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য কে বা কারা ধামাচাপা দিতে চেয়েছে তা আমার জানা নেই। তবে আমি বিশ্বাস করি একদিন রহস্য উন্মোচন হবে। একদিন আমার ভাই সাংবাদিক জামাল হত্যার বিচার হবে।"
তিনি আরও বলেন, "আমি প্রশাসনের পাশাপাশি সমগ্র সাংবাদিক মহলের কাছে সহযোগিতা প্রার্থনা করছি। আমার ভাই সংবাদিক জামাল হত্যার বিচারের জন্য।"
সাংবাদিক মো. জামাল উদ্দীন দীর্ঘ বছর সাংবাদিকতার পেশায় যুক্ত ছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন এনটিভি ও বার্তা সংস্থা আবাস, দৈনিক আমার সংবাদ এর রাঙামাটি প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক