জয়পুরহাট সদর উপজেলায় অবৈধ ৩ ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আক্কেলপুর উপজেলায় অনুমোদনহীন একটি ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
অপরদিকে জয়পুরহাটের আক্কেলপুরে অনুমোদনহীন একটি ইট ভাটায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এএ