কুড়িগ্রামে জাতীয় পাট দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পাট অধিদপ্তর কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাট অধিদপ্তর মুখ্য পরিদর্শক নওসের আজাদ, জেলা পরিষদের নির্বাহী ফিরুজুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার ড. মো. মামুনুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজা খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
এ সময় বক্তারা পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির উপর জোর দেন। এছাড়া পাট চাষী ও পাটজাত উৎপাদনকারী উদ্যোক্তারা যাতে পণ্যের ন্যায্যমূল্য পান সে বিষয়ে আলোচনা করা হয়। সভার মাধ্যমে অংশগ্রহণকারী চাষীরা মানসম্মত বীজ ও প্রয়োজনীয় সার যথাযথভাবে সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ