রূপকথার গল্পে সোনার ডিম পাড়া হাঁসের মতোই এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে একটি পাতি হাঁস। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুরে। সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকার সরদার ডাঙ্গী গ্রামের দেশি একটি পাতি হাঁস কালো রঙের ডিম দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
হাঁসটির মালিক মো. ইয়াছিন সরদার জানান, বছরখানেক আগে পাশের বাড়ি থেকে ছয়টি হাঁসের বাচ্চা কিনেছিলেন। সবগুলো হাঁস স্বাভাবিক রঙের ডিম দিলেও একটি হাঁস হঠাৎ করে কালো রঙের ডিম পাড়া শুরু করে। প্রথমে এই ডিম দেখে তারা অবাক হয়ে যান এবং এটিকে সাপের ডিম ভেবে না খেয়ে রেখে দেন। তবে একই হাঁস পরপর একাধিক কালো ডিম দেওয়ায় বিষয়টি নিশ্চিত হয়।
কালো রঙের এই ব্যতিক্রমী ডিম দেখতে প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে লোকজন ভিড় জমাচ্ছেন ইয়াসিন সরদারের বাড়িতে।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের শরণাপন্ন হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার জানান, ‘এটি স্বাভাবিক ঘটনা এবং ডিম খেতে কোনো সমস্যা নেই। জেনেটিক কারণে হাঁসের ডিমের রং কালো হতে পারে। তবে এতে ডিমের পুষ্টিগুণে কোনো প্রভাব পড়ে না। এটি বিরল হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
বিডি প্রতিদিন/জামশেদ