পাহাড়ে চিতা বাঘের আক্রমণে এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম - রাঙা চোগা চাকমা (৩৫)। সোমবার ভোররাত প্রায় ৪টার দিকে জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের মৌন আদাম এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার বিকালে মৈদং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা বলেন, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ইউনিয়নের মৌন আদাম এলাকার বাসিন্দা রাঙা চোগা চাকমা সকালের আলো ফোটার আগে জঙ্গলে যায় কাঠ সংগ্রহ করতে। গভীর জঙ্গলে যাওয়ার পথে গাছের উপর আগে থেকে ওঁৎ পেতে ছিল একটি চিতা বাঘ। রাঙা চোগা চাকমা কিছু বুঝে ওঠার আগে চিতা বাঘটি তার উপর লাফিয়ে পড়ে। এসময় তিনি চিৎকার করলে চিতা ভয় পেয়ে নিজে থেকে পালিয়ে যায় কিন্তু চিতার নখের থাবায় মারাত্মকভাবে আহত হন তিন। চিৎকার শুনে এগিয়ে আসে তার ভাই শান্তি কুমার চাকমা। আহত ভাইকে উদ্বার করে বাড়িতে নিয়ে আসেন তিনি।
রাঙা চোগা চাকমার ভাই শান্তি কুমার চাকমা বলেন, বাঘটি সম্ভবত চিতা। প্রথম হামলায় বাম কান ও চোখের একটা অংশ এবং হাতের তালু ক্ষতবিক্ষত করে দিয়েছে আমার ভাইয়ের। এছাড়া শরীরের বেশ কয়েকটি জায়গায় জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে শরীরের কোথাও কামড়ের দাগ নেই। ক্ষত স্থানগুলোতে সেলাই করতে হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ‘বাঘের পায়ের ছাপ’ দেখতে পেয়েছি।
পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা ধারণা করছি, প্রাণীটি লেপার্ড (চিতা বাঘ) হতে পারে। রাঙামাটিতে অনেক লেপার্ডের উপস্থিতি আছে। তাছাড়া আক্রান্ত ব্যক্তিকে যেভাবে জখম করেছে, এতে বোঝাই যাচ্ছে প্রাণীটি বড় ছিল। আমরা এখনো আহত ব্যক্তির সাথে সামনাসামনি কথা বলতে পারিনি। আহত ব্যক্তির ক্ষতচিহ্ন দেখে বোঝা যাবে এটি কোন প্রজাতির বাঘ।
বিডিপ্রতিদিন/কবিরুল