নাটোরের সিংড়ায় সেবা মেডিক্যাল কমপ্লেক্স নামে একটি ক্লিনিক সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা উপেক্ষা করে সিলগালা ভেঙে গোপনে চিকিৎসা ও অপারেশন কার্যক্রম চালানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ক্লিনিকটি পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে ক্লিনিকের সব কার্যক্রম বন্ধসহ পুনরায় সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট উপজেলার উদিশা গ্রামের জাহিদ হোসেন তার প্রসূতি স্ত্রীর ভুল সিজারিয়ান অপারেশনের অভিযোগ এনে ক্লিনিকের কতিপয় চিকিৎসক, নার্স ও ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের বিরুদ্ধে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, সার্জন ও অ্যানেসথেটিস্টের অংশগ্রহণ ছাড়া এবং তাদের অনুমতি না নিয়েই অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এরপর, সিভিল সার্জনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ক্লিনিকটি সিলগালা করে দেন।
সূত্রে আরও জানা যায়, ছয় মাস না পেরোতেই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ গোপনে সিলগালা খুলে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। বিষয়টি জানার পর স্বাস্থ্য অধিদপ্তর ক্লিনিকটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেয় এবং সিভিল সার্জন নাটোরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। এরপর সিভিল সার্জনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুনরায় ক্লিনিকটি সিলগালা করেন।
ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে গোপনে ক্লিনিক চালানোর খবর পেয়ে অভিযান চালিয়ে পুনরায় সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের পরিচালকসহ সবাই পালিয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল