পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) যশোর শহরে ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে।
আজ বুধবার দুপুর দেড়টা থেকে শহরের ৫টি স্পটে এই ট্রাকসেল কার্যক্রম শুরু হয়।
স্পটগুলো হলো-নবকিশালয় স্কুলের সামনে, দুদক অফিসের সামনে, রেলরোড সোনালী ব্যাংক করপোরেট শাখার পাশে, মণিহার চত্ত্বর ও খাজুরা স্ট্যান্ড মোড়।
সরেজমিন ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করে সবগুলো স্পটেই নিম্ন ও নিম্ব মধ্যবিত্তদের ভিড় দেখা গেছে। একেকজন ৪৫০ টাকার প্রতি প্যাকেজে পাচ্ছেন দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মশুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম বলেন, ছুটির দিন বাদে পুরো রমজান মাসজুড়ে মোট ১৯ দিন এভাবে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
নবকিশালয় স্পটের ট্রাক থেকে টিসিবি’র পণ্য নিয়ে বাড়ি ফিরছিলেন ষষ্ঠীতলা পাড়ার মুর্শিদুল হক। বললেন, ‘দীর্ঘদিন পর এবার রমজানে টিসিবি এই উদ্যোগ চালু করায় আমাদের জন্য খুবই ভাল হয়েছে। বাজারমূল্যের চেয়ে অনেক কমে ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি কিনতে পারছি’। টিসিবির এই উদ্যোগ যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন তিনি।
সার্কিটহাউজ পাড়ার তৌহিদ বলেন, ‘এই উদ্যোগ খুবই ভাল। আমরা খুশি। তবে খেয়াল রাখতে হবে যেন ক্রেতারা ঠিকমতো এসব পণ্য পায়, ডিলাররা যেন ফাঁকি না দেয়।’
তবে বেজপাড়া এলাকার আশরাফুল আজাদ বলেন, ‘প্রচারণা ছাড়াই এ কার্যক্রম শুরু হওয়ায় আমি জানতে পারিনি। বিকেল চারটায় বিষয়টি জানার পর কয়েকটি স্পটে গিয়ে দেখি সব বিক্রি হয়ে গেছে’।
বিডি প্রতিদিন/জামশেদ