খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চালু হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন ২ হাজার পরিবার পণ্য সামগ্রী পাবে। আগামী ২০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এসময় খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই