খাগড়াছড়ি জেলার প্রবীণ সাংবাদিক গুইমারা উপজেলার প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলমের নামাজে জানাজা বুধবার সকাল দশটায় গুইমারা কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা সাকিবুল হাসান। নামাজে জানাজায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এর আগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য মরহুমের কফিনে পুষ্পমাল্য প্রদান করেন। একই সাথে মরহুমের আত্মার মাগেফেরাত কামনা করে এক মিনিট নিরবতাও পালন করা হয়। নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মঙ্গবার গুইমারায় নুরুলআলম (৬৯) মুত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এএ