বগুড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) শহরতলীর ফুলতলা দারুল উলুম (কওমী) মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম গফুর, জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলীমুন রাজি তরুণ, রুনু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা জহুরুল ইসলাম পলাশ, সাইমুম ইসলাম, আক্তারুজ্জামান সজীব, হাসানুজ্জামান পলাশ, মহিদুল বারী মুন্না, অভি, আরিফিন প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম