হিমাগারে এক কেজি আলু রাখার সর্বোচ্চ ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি বিপণন আইনের ক্ষমতাবলে দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে কেজিপ্রতি সর্বোচ্চ ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি চলতি মৌসুমে প্রতিকেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণের কথা জানায় হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আলুর হিমাগার ভাড়া প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার দুপুর একটি মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছে স্মারকলিপি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুররহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, কৃষক নজির আহমেদ, জলিল মিয়াসহ অন্যরা।
আলু চাষী ও ব্যবসায়ীরা জানান, ‘গত বছর আলুর কেজি প্রতি ভাড়া ৪ টাকা থাকলেও এ বছর হিমাগার মালিকরা আলুর ভাড়া কেজি প্রতি ৮ টাকা করার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে সারাদেশে চাষীরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানিয়েছে।
হিমাগার মালিক, আলু চাষী প্রতিনিধি ও প্রশাসনের ত্রি-পাক্ষিক বৈঠকে আলুর হিমাগার ভাড়া নির্ধারণ করার কথা থাকলেও কৃষি মন্ত্রণালয় আন্দোলনকারী আলু চাষীদের কোন প্রতিনিধির কথা না শুনে একরতফাভাবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের সাথে কথা বলে আলুর ভাড়া কেজি প্রতি ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে। যা অগণতান্ত্রিক, অন্যায্য এবং কৃষক স্বার্থবিরোধী। মন্ত্রণালয়ের নির্ধারিত ভাড়া প্রত্যাখ্যান করেছে আলু চাষী ও ব্যবসায়ীরা।’
এদিকে আলু চাষী সংগ্রাম কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু ও সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এ বছর আলুর দাম না পেয়ে সর্বশান্ত হওয়ার পথে আলু চাষীরা। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ২০ টাকার উপরে। হিমাগার ভাড়া বেশি হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আলু হিমাগারে রাখতে পারছে না। ফলে তারা উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আলু চাষীরা এই ভাড়া দেড় টাকা করার দাবি করেছিল। তাই অবিলম্বে প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া দেড় টাকা করা, ধানের মত আলুর সরকারী রেট ঘোষণা করে আলু চাষীদের কাছ থেকে আলু কিনে সংরক্ষণ, বিদেশে রপ্তানির ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ক্ষতিপূরণ প্রদান করার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ