বান্দরবানে শিশু ধর্ষণের অভিযোগে মুহাম্মদ মোক্তার সোহাগ (২৩) নামে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) আবদুল করিম।
তিনি জানান, সোমবার (৩ মার্চ) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে অভিযুক্ত মুহাম্মদ মোক্তার সোহাগকে গ্রেফতার করে। সে বান্দরবান সদর উপজেলার কাইচতলী এলাকার দারুল উলম ইসলামীয় হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার শিক্ষক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে মাদ্রাসার ছাত্রী হোস্টেল থেকে ভিকটিম ৮ বছরের ওই শিশুটিকে ডেকে নিয়ে অভিযুক্ত শিক্ষক তার কামড়ায় এনে ধর্ষণ করে। ঘটনা প্রকাশ না করার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখাতে থাকে ওই শিক্ষক। পরে ঘটনা জানাজানি হলে শিক্ষক পালিয়ে যায়।
পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুহাম্মদ মোক্তার সোহাগকে গ্রেফতার করে এবং মঙ্গলবার (৪ মার্চ) বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ