মুসলমানদের জন্য পবিত্র রমজান ইবাদত ও আত্মশুদ্ধির মাস। সমাজে অবহেলিত হতদরিদ্র ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতারির জন্য হাহাকার দেখা যায়। তাদের কথা চিন্তা করেই 'বন্ধু মহল' ফেনীর উদ্যোগে বিনামূল্যে ইফতারের বুথ চালু করা হয়েছে।
রবিবার (২ মার্চ) ফেনী সদর হাসপাতাল গেইটে ইফতার বুথটি স্থাপন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, আরএমও ডা. আসিফ ইকবাল, সাংবাদিক আসাদুজ্জামান দারা, সমাজসেবক ইমন উল হক, সৌদি আর প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মীর হোসেন রাসেল, উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, পুরো রমজান মাস জুড়ে হাসপাতালে আগত রোগীর আত্মীয় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতারের প্যাকেট উপহার দেওয়া হবে।
ইফতার বুথ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধু মহল ফেনী জেলার পরিচালক আব্দুর রহিম ফরহাদ, ফেনী জেলার সভাপতি মোজাম্মেল হক মিঠু, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, সামী ইসলাম, দপ্তর সম্পাদক আরাফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান আরোহী, সদস্য সিমান্ত, আরাফাত, শাহাদাৎ, মতিন, সৈকত প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা