পটুয়াখালীর কলাপাড়ায় খোলা বাজারে অনুমোদনহীন কোম্পানির ওষুধ বিক্রির দায়ে কাওসার (২৫) নামে এক বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুুর ২টার দিকে পৌর শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে আটক করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক।
তিনি জানান, আটক কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪১ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর জব্দ করা অনুমোদনহীন ওষুধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। কাওসারের বাড়ি বরগুনা জেলার আমতলীতে।
বিডি প্রতিদিন/এমআই