মাগুরা সরকারি মেডিকেল কলেজ কার্যক্রম বন্ধের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার দুপুরে মাগুরার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষ্যে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল ভায়না মোড়ে গিয়ে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মোহাম্মদ হুসাইন, মাগুরা মেডিকেলের ইর্ন্টান চিকিৎসক দীপ্ত দেব, মেডিকেল কলেজের শেষবর্ষের ছাত্র নাইমুল হোসেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিসহ স্বার্থন্বের্ষী কিছু মহলের যোগ-সাজশে মাগুরা মেডিকেল কলেজ ধ্বংসের পায়তারা করছে। কলেজের প্রথম ব্যাচ যখন ইর্ন্টানশিপে প্রবেশ করেছে, মাগুরার মানুষের দীর্ঘ অপেক্ষার পর যখন সাধারণ মানুষ মেডিকেলের সুবিধা পেতে শুরু করেছে, তখন একটি কুচক্রী মহল মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাগুরা মেডিকেল কলেজ দুবার রেজাল্টে প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি গত ৭ বছর ধরে নানা অর্জন রয়েছে।’
মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় ৩০ মিনিট প্রতীকী মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। মানববন্ধনে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীর দাবি জানানো হয়। তা না হলে মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেন বক্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ