খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বর্ণাঢ্য র্যালিটি জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
তিনি বলেন, আমরা ভোটারদের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই নতুন ভোটার কার্যক্রমের তালিকায় যাতে কোনো নাগরিক বাদ না পড়ে। সে বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি সারা বছরই ভোটার কার্যক্রম চলমান থাকবে বলেও জানান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম।
বিডি প্রতিদিন/এমআই